জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার বালিকা বিদ্যালয়ের ২শত মেয়ে শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলার ৩ টি ও কিশোরগঞ্জ উপজেলার ১ টি বালিকা বিদ্যালয়ের ২ শত মেয়ে শিক্ষার্থীর হাতে এসব শীতবস্ত্র (হুডি) উপহার তুলে দেন অভিনন্দন ফাউন্ডেশনের পরিচালক কাঞ্চন চন্দ্র রায়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মানিক ইসলাম, প্রধান শিক্ষক আক্কাছ আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক জিয়ারুল হক, অভিনন্দন ফাউন্ডেশনের স্বাস্থ্য প্রোগ্রামার ডাঃ গোপীনাথ রায়, অডিট ও মনিটরিং কর্মকর্তা নাজমুল ইসলাম, এইচ আর এডমিন অফিসার চন্দনা রানী ও শাখা ব্যবস্থাপক আশিকুর রহমান প্রমুখ। ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট এর প্রধান নির্বাহী আপন আহসানের সহায়তায় অভিনন্দন ফাউন্ডেশন এসব বিতরণ করেন।