“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে নিয়ে নীলফামারী সদর উপজেলা পর্র্যায়ের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ জানুয়ারী) সকালে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলায় ২০টি স্টলের ১৮টিতে স্কুল,কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্র্থীদের যুগোপযোগী উদ্ধাধনী নিয়ে আসেন এবং ২টি বিজ্ঞান চর্চা ভিত্তিক ক্লাব এতে অংশ নেন। সকালে বেলুুন উড়িয়ে ১৩ ও ১৪জানুয়ারী অনুষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আগত প্রতিষ্ঠানের বিভিন্ন স্টল পরিদর্শন করে এবং তাদের তৈরী বিভিন্ন উদ্ধাধনী প্রকল্পের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম নুরুল আমিন শাহ সহ উপজেলার কর্মকর্তা ও মেলার বিভিন্ন আয়োজনের বিচারকৃন্দ। এছাড়াও সিনিয়র ও জুনিয়র গ্রুপে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিয়োগীতা অনুষ্ঠিত। পরে বিকালে শিক্ষা প্রতিষ্ঠানের তৈরী বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে নির্বাচিতদের হাতে পুরষ্কার প্রদানের মাধ্যমে এর সমাপনী অনুষ্ঠিত হয়।