নীলফামারীর সৈয়দপুরে ২০২৫ সালের নতুন বছরের প্রাথমিক পর্যায়ের বই স্কুল গুলোতে বিতরণ করা হয়েছে। আগামি ১ জানুযারি সারা দেশের ন্যায় এ উপজেলাতেও সমস্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার লক্ষে আজ ২৮ (ডিসেম্বর) শনিবার সকাল ১১ টায় শহরের রহমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকদের হাতে ওই বই বিতরণের উদ্বোধন করা হয়।
এ সময় সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দেন। আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমানসহ প্রধান শিক্ষকগণ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানান, এ উপজেলায় প্রথম পর্যায়ে আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২৬ হাজার ২শত সেট বই দেয়া হয়েছে। তারমধ্যে প্রথম শ্রেণির ৯হাজার ৩শত, দ্বিতীয় শ্রেণির ৮হাজার ৫শত ও তৃতীয় শ্রেণির জন্য ৮হাজার ৪শত। চাহিদামতে এ তিন ক্লাশের সম্পুর্ন বই হাতে পেয়েছি। আর বাকি ৪র্থ ও ৫ম শ্রেণির বই খুব শিঘ্রই হাতে পাব বলে আশা করছি।
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান আমার দেশকে জানান, এ উপজেলায় মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল ও এনজিও দ্বারা পরিচালিত প্রাথমিক বিদ্যালয় মিলে প্রায় ২শত ৫০টিরও অধিক বিদ্যালয় আছে। তার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭৮টি। আজ (২৮ ডিসেম্বর) শনিবার শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই দেয়া হয়েছে বাকি বিদ্যালয় গুলোতে আগামি রবিবার বই দেয়া হবে। যাতে করে বছরের প্রথম দিনে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বছরের উপহার হিসেবে বই তুলে দিতে পারি।
শিক্ষকরা জানান, নতুন বছরের নতুন বই সময় মত হাতে পেয়ে আমরা আনন্দে উদ্বেলিত। আমরা ধারণা করতে পারেনি যে, অতি অল্প সময়ের মধ্যে দেশের এমন পরিস্থিতিতে সঠিক সময়ে আমরা ১ম থেকে ৩য় শ্রেণির সব বই হতে পাব। তারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আলোচিত ঘটনা