রংপুরে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪’ পালিত হয়েছে। শনিবার (১৪ই ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকাল ৯ টায় রংপুর টাউন হল-সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বুদ্ধিজীবীরা মেধাকে কাজে লাগিয়েছিলেন। তাঁদের বুদ্ধিবৃত্তিক কাজ স্বাধীনতা অর্জনের পথকে সুগম করেছিল। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। শহিদ বুদ্ধিজীবী ও মুক্তযোদ্ধাদের আত্মত্যাগ ভুলার কোনো সুযোগ নেই। এছাড়াও তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করছে। তিনি বৈষমহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মজিদ আলী, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দীন প্রমুখ।
আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।