রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সৈয়দপুরের সরকারি প্রাথমিক স্কুলগুলো সেজেছে নান্দনিক ছোঁয়ায়

প্রতিবেদক
সৈয়দপুর প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সেজেছে নান্দনিক ছোঁয়ায়। যেখানে ঠাঁই পেয়েছে স্বরবর্ণ, ব্যাঞ্জন বর্ণ, জাতীয় বীরশ্রেষ্ঠরা, ছন্দ, শিক্ষণীয় নানা চিত্র ও মজার মজার বিষয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে পাঠশালায় আসছেন আর পথচারী ও দর্শনার্থীরা দেখে প্রশংসা করছেন স্বুল পরিচালনা কমিটি, শিক্ষকমন্ডলী ও প্রাথমিক শিক্ষা বিভাগের।
সূত্র জানায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে মোট ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ক্লাস্টার রয়েছে মোট তিনটি। এগুলো হচ্ছে কামারপুকুর, রামকৃষ্ণ ও পূর্ব বোতলাগাড়ি। এরমধ্যে কামারপুকুর ক্লাস্টারে শহর ও গ্রামের প্রতিটি স্কুল নতুনরুপে সেজেছে। স্কুলের ভেতর ও বাহির নানা কথায় ও বর্ণে রঙে রঙে রাঙানো হয়েছে। এই ক্লাস্টারের অধীনে কামারপুকুর ও কাশিরাম বেলপুকু এবং সৈয়দপুর পৌরসভার ৫টি স্কুল রয়েছে।
বাংলা স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ, ইংরেজী বড় ও ছোট হাতের অক্ষর, অক্ষর দিয়ে পশু-পাখি, একতারা, ঈগল, হাতি, ওল, ইট, ঐরাবত, ওষুধ, শহীদ মিনার, গ্রামীণ চিত্রসহ আমাদের স্কুল আনন্দের এক রঙ্গীন ফুল, স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কথনোই সফল হতে পারবে না, আমরা প্রতিদিন স্কুলে যাই, কেন আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন, আছে সাত দিনের নাম, বর্ষাকাল, বিকেল, উপদেশ ও নীতিকথা।
ছবিসহ সাত বীরশ্রেষ্ঠের নাম। এরা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (সিপাহী), বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল (সিপাহী), বীরশ্রেষ্ঠ নুর মুহাম্মদ শেখ (সিপাহী), বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গির (ক্যাপ্টেন), বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ (ন্যান্স নায়েক), বীরশ্রেষ্ঠ রুহুল আমিন (স্কোয়াডন) ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (ফ্লাইট ল্যাফটেন্যান্ট)।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা জানান, এসব ছবি ও লেখা আমাদের ভালো লাগে। আমরা আগ্রহ নিয়ে স্কুলে আসি এবং এসব দেখে আমাদের বড় হওয়ার ইচ্ছে করে।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল জানান, প্রাইমারী স্কুলগুলো নতুন রুপ দেখে সহজে আলাদ করা যায় অন্যান্য উপজেলা থেকে। এখন অনেক স্কুলে ছোটদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে অংশ নিচ্ছেন ক্ষুদে শিক্ষার্থীরা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছাদ বাগান, ফেসবুক পেজ খুলে ও সৃজনশীল কাজে সকলের কাজে প্রশংসিত হচ্ছে। বিদ্যালয়ে ঝরে পড়াও অনেক কমেছে।
সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ও কামারপুকুর ক্লাস্টারের তদারকি কর্মকর্তা মরিয়ম নেসা বলেন, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে গন্তবে শিক্ষার্থীরা--। দৃশ্যমান পরিবর্তনের ছোঁয়ায় কামারপুকুর ক্লাস্টারের স্বপ্নের বিদ্যালয়গুলো। বিদ্যালয়গুলো আমার আবেগের জায়গা, আর সম্মানিত শিক্ষক শিক্ষার্থী ভালোবাসার। তিনি বলেন, আমার ক্লাস্টারে সবগুলো বিদ্যালয়ে শিশুদের জন্য নান্দনিক প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ করা হয়েছে গতবার। এবার আইটি কক্ষ ও বিদ্যালয় সজ্জিতকরণ কাজটি চলমান। আর এই প্লান গতবার থেকেই করা। এসব সজ্জিকরণে অর্থায়ন হয়েছে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাজেট থেকে।
সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দসহ সকলের সহযোগিতায় স্কুলে স্কুলে এসব করা সম্ভব হয়েছে। এসব তিনটি ক্লাস্টারে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়েছে। শিক্ষার্থীদের আগ্রহ ও অনুপ্রেরণা আমাদের উৎসাহিত করেছে। এবছর আমাকে রংপুর বিভাগে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়। ফলে কাজের দায়িত্ব বেড়েছে। পুরো উপজেলায় আমরা টীম ওয়ার্কের মাধ্যমে কাজ করে যাচ্ছি। প্রতিটি স্কুলে পঠন দক্ষতা বৃদ্ধিসহ নানা সৃজনশীল কাজ হাতে নেওয়া হয়েছে। আশাকরি সৈয়দপুর উপজেলা খুব শিগগিরই রোল মডেল হবে।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন

রোডমার্চের মধ্যদিয়ে সরকারের পতন ঘটিয়েই জনতার আন্দোলন শেষ হবে-সৈয়দপুরে মীর্জা ফখরুল

নীলফামারীতে আইএফআইসি ব্যাংকের ‘আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনা সভা

এই প্রস্তাব দিতেই পারেন না আবিগেইল বয়েড

এই প্রস্তাব দিতেই পারেন না আবিগেইল বয়েড

হুয়াওয়ের সাসটেইনেবিলিটি ফোরামে ডিজিটাল প্রযুক্তির ওপর গুরুত্বারোপ

বিএনপির অবরোধে আরও ২টি বাসে আগুন, দেড় মাসে ছাই ২৭২ যানবাহন

বিএনপির অবরোধে আরও ২টি বাসে আগুন, দেড় মাসে ছাই ২৭২ যানবাহন

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিএনপির হরতাল-অবরোধে ৫১৯টি যানবাহন ও স্থাপনায় আগুন-ভাঙচুর

বিএনপির হরতাল-অবরোধে ৫১৯টি যানবাহন ও স্থাপনায় আগুন-ভাঙচুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামনগর ইউনিয়ন

সৈয়দপুরে প্রাথমিকের নতুন ভবন নির্মাণ কাজে ধীরগতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা