”মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ -১৩ জুন ২০২৩ জাতীয় পুষ্টি সপ্তাহ এর শুভ উদ্বোধন করেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী । Joint Action for Outcome (JANO) প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নীলফামারীতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী ও সভাপতি, জেলা পুষ্টি সমন্বয় কমিটি, নীলফামারী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীলফামারী, ডাঃ মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন, ও সদস্য সচিব, জেলা পুষ্টি সমন্বয় কমিটি, নীলফামারী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ , সাংবাদিক বৃন্দ এবং জানো প্রকল্পের প্রতিনিধিবৃন্দ ।
নীলফামারী জেলার পুষ্টির সার্বিক অবস্থা ও পুষ্টি নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মসূচী আলোচনা হয় । সভায় ডাঃ মোঃ হাসিবুর রহমান সিভিল সার্জন নীলফামারী মহোদয় ৭-১৩ জুন/২০২৩ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে জেলা ও উপজেলা পযায়ে কমসূচী গুলো নিয়ে আলোচনা করেন এবং কমিটির সকলকে উপস্থিত থাকার আহবান জানান ।
এছাড়াও কৃষি সম্প্রসারন অধিদপ্তর, প্রানী সম্পদ, মৎস বিভাগ ,মহিলা বিষয়ক অধিদপ্তর ,সমাজসেবা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ সকলেই তার দপ্তরের পুষ্টি বিষয়ক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন ।
সভায় জানো প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন আনিছুর রহমান, ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং, জানো, কেয়ার বাংলাদেশ,হারজিনা জহুরা, নিউট্রিশন স্পেশালিষ্ট, জানো প্রকল্প প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, পোরসিয়া রহমান, এ্যাসিসটেন্ট প্রজেক্ট ম্যানেজার, জানো, ইএসডিও নীলফামারী এবং ইএসডিও’র জানো প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায়, ইএসডিও জানো প্রকল্পের কার্যক্রম নীলফামারী জেলায় বাস্তবায়ন করছে।