নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ, ব্লাড গ্রুপিং, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জেলা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, মাহবুবুর রহমান মাহবুব, মোক্তার হোসেন, রাহেদুল ইসলাম দোলন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জাহাঙ্গীর আলম শেফু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল হক বাবু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘স্বাধীন দেশে আওয়ামী লীগ এমন দুঃশাসন কায়েম করেছিল যার ফলে দুর্ভিক্ষ, চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, শিক্ষাঙ্গনে অরাজকতা, কালোবাজারী, চোরাকারবারী এবং সবশেষে বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নেয়। সময়ের স্রোতে আওয়ামী লীগের চরম ব্যর্থতার সমাধির ওপর ৭ নভেম্বর দাঁড়িয়ে যায় জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্নের সোপান।’
এসময় জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, যুবদলের সাবেক নেতা আল নোমান কল্লোল,
ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সভাপতি ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদ, জেলা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) এর সভাপতি মাসুদ রানা মাসুম,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসলাম পার্ভেজ বিদ্যুৎ,নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।