নীলফামারী জেলার ডোমারে এবার আগাম শীতের প্রকোপ দেখা দিয়েছে। সন্ধ্যা নামলেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়। ফলে শীত নিবারণে এ উপজেলায় মানুষের প্রস্তুতি চলছে পুরোদমে। শীত আসার আগেই ডোমারের বিভিন্ন গ্রাম অঞ্চলের হাট-বাজারে লেপ তোষক তৈরির ধুম পড়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে-লেপ-তোষক প্রস্তুতকারি বিভিন্ন দোকান মালিক-শ্রমিক, ধুনাইকাররা এখন তুলাধুনায় ও লেপ-তোষক সেলাইয়ের কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। দিন যতেই গড়াচ্ছে ততই শীতের প্রকোপ বাড়ছে। তাই দোকানগুলোতে মানুষের ভীড় দেখা যাচ্ছে। ডোমারের কারিগর হানিফ বলেন- দিন যতই গড়াচ্ছে শীতের তীব্রতা ততই বেশি বাড়ার আশংকায় বিভিন্ন গ্রামের মানুষ নতুন নতুন লেপ তৈরি করছে। বছরের অন্যান্য সময় বেচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। প্রতিদিন গড়ে ১০-১২ টি লেপ তৈরির অর্ডার পাচ্ছেন বলে জানান তিনি।
৫ আগষ্টের আগে লাগতো এক টাকা এখন লাগে ১০ টাকা
‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। ৫ আগষ্টের আগে কাজ করতে লাগতো এক টাকা নতুন স্বাধীনতার পর এখন তা বেড়ে লাগে ১০ টাকা টাকা।’ এমন অভিযোগ করেছেন ডোমারের সিনিয়র সাংবাদিক…