নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের মকবুল হোসেন মার্কেটের স্কাই ভিউ রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল আলম।
সভায় বক্তারা দলের দুঃসময়ে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি করতে সবাই জোরালো বক্তব্য রাখেন। এছাড়াও সাম্য, সম্প্রীতি, বৈষম্য রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা গতিশীল করা, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সাধারণ সভায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, আজিম হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…