স্বাস্থ্য বিভাগের আয়োজনে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ’এ এইচপিভি টিকাদানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ২৪ অক্টোবর বৃহস্পতিবার হতে জেলায় ১ লাখ ৩ হাজার ৫২৯জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান করা হবে। এরমধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্র্ভূত কিশোরী রয়েছে। প্রত্যেককে বিনামুল্যে এক ডোজ করে এই টিকা প্রদান করা হবে। এরমধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাকি ৮দিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
অপর দিকে একইদিন সকালে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে টিকাদান উপলক্ষে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা হক, ইউনিসেফের প্রোগ্রাম সহযোগী ফারজানা ফেরদৌসি বক্তব্য দেন।
আলোচক হিসেবে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান এবং এইচপিভি টিকা বিষয়ক প্রজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিকুর রহমান।
জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন জানান, শিশু ও কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মুলক প্রচার কার্যক্রম শীষক প্রকল্পের আওতায় এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন ছাত্রী অংশ গ্রহণ করেন।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…