নীলফামারীতে ৩ কেজি গাঁজাসহ মন্টু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল।
বৃহস্পতিবার সকালে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের বেঙমারী কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দফতরটির উপ-পরিদর্শক এনামুল হক জানান, উদ্ধার হওয়া গাঁজার মুল্য ১লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা করে গ্রেফতার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন আসামীকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।