নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা নাকি পালায় না। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এর চেয়ে আর লজ্জার কিছু হতে পারে না।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী পৌর শাখার আয়োজনে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে তার বন্ধুর কাছে আশ্রয় নিয়েছে। সেখানে বসে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে বাংলার মাটিতে বিচার করা হবে ।
অধ্যাপক মাহবুবুর বলেন, ‘ভবিষ্যতে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আয়না ঘর, গুম, হত্যা, লুটতারাজ, টেন্ডারবাজী, চাঁদাবাজী ও দিনের ভোট রাতে হবে না। এজন্য জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
নীলফামারী পৌর আমীর মোহাম্মদ মুছার সভাপতিত্বে ও শহর সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খায়রুল আনাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ প্রমূখ।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…