সৈয়দপুর-নীলফামারী সড়কের নতুনহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুজাহিদ ইসলাম (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতের বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়আনি গ্রামের মোবাশ্বের আলীর ছেলে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে।
সৈয়দপুরের হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী জানান, আমার স্কুলের মেধাবী ছাত্র মুজাহিদ ইসলাম দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আজ দুপুরে সৈয়দপুর শহর থেকে বের হয়ে নীলফামারী অভিমুখে ওই সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। সৈয়দপুর ওয়াপদা মোড়ের কাছাকাছি নতুনহাটে মুজাহিদুল ইসলাম মোটরসাইকেলসহ শ্লিপ করে পাকা সড়কে পড়ে যান। এসময় পাকা সড়কে চলাচলকারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…