নীলফামারীর সৈয়দপুরে টিউটোরিয়াল প্রতিষ্ঠান শিখনঘর আয়োজিত শিক্ষাবৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের নয়াটলায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৩ সালে ২য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাবৃত্তি পরীক্ষা অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিখনঘরের পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক ও তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান। শিখনঘরের সহকারী পরিচালক মো: আজিজুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক রেজা মাহমুদ, বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রাণী বিশ্বাস, শিখন ঘরের সহকারী পরিচালক মো: নোমান, উপদেষ্টা মো: শামীম ও এ্যাডভোকেট রবিউল আলম প্রমূখ ।
ডোমারে ৩৭ পরিবার অবরুদ্ধ, মানবেতর জীবন যাপন
নীলফামারী ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে একটি পরিবারের ৩৭ বছরের বসবাসরত বসতভিটা প্রভাবশালী মহলের জবরদখল করার অভিযোগ উঠেছে। ভিটার অংশ হারিয়ে পরিবারটি দীর্ঘদিন থেকে অবরুদ্ধ হয়ে মানবতার জীবনযাপন করছে। এ ব্যাপারে…