নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সিপাইগঞ্জ হাইস্কুল মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাষ্টার খায়রুল আলম। বক্তব্য রাখেন ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক সুলতান শাহ ফকির, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল সহ ওয়ার্ড সভাপতি বৃন্দ। ইউনিয়ন সহ সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় সম্মেলনে ৩ শতাধিক কর্মী অংশ গ্রহণ করেন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার খাতামধুপুর ইউনিয়ন কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই মানবন্ধন…