‘তামাক নয়, খাদ্য ফলান’ শ্লোগানকে সামনে রেখে পালিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩১ মে) র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সানজিদা বেগম লাকি, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা সরকার, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাচান চৌধরীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ…