অনিয়ম দূনীতির অভিযোগে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা ও স্থানীয় অভিভাবকগন। রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জড়ো হয়ে ভুয়া, ভুয়া সহ বিভিন্ন শ্লোগান দিয়ে এক দফা দাবী তুলে অধ্যক্ষ কক্ষে তারা দিয়ে তার পদত্যাগ দাবী করেন তারা। বিক্ষোভ চলাকালিন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশরাফুজ্জামান জুয়েল ইসলাম অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতে বিক্ষোভকারীরা কয়েক ঘন্টা সেখানে অবস্থান নিয়ে অবিলম্বে পদ্যতাগের আহবান জানান এবং বিভিন্ন দপ্তরে অনিয়মের অভিযোগ দাখিল করে। এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহমান বলেন আমরা সকল শিক্ষক কর্মচারী বিক্ষোভকারীদের সকল দাবীর সাথে একমত পোষন করছি। এছাড়াও তথ্য অনুযায়ী জানা গেছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার হরিশচন্দ্রপাঠ স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও পদত্যাগের দাবীতে বিক্ষোভ হয়েছে।
এ বিষয়ে পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আশরাফ্জ্জুামান জুয়েল এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি নিজ বাসা থেকে প্রতিষ্ঠানে যাওয়ার পথে জানতে পারি আমাকে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হবে। বিষয়টি জানার পর আমি পথি মধ্যে ফেরত এসে সদর উপজেলা নির্বাহী অফিসার ও গর্ভনিং বডির সভাপতি মোঃ আশরাফুল হককে অবগত করি।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও গর্ভনিং বডির সভাপতি মোঃ আশরাফুল হক বলেন কারও বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।