সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ডোমারে চাল কম্বল ও বীজ উদ্ধার,৫ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে তালা

প্রতিবেদক
ডোমার প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

দূর্নীতিবাজ ও অবৈধ সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি আখ্যা দিয়ে নীলফামারীর ডোমার উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।এসময় জোড়াবাড়ী ইউপি কার্যালয়ের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বাবুর কক্ষের রাথরুম হতে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য ভিজিডি কার্ডের ৪ বস্তা চাল,১৩টি কম্বল,প্রান্তিক কৃষকদের জন্য ৩১প্যাকেট পাট বীজ,১৩প্যাকেট সবজি বীজ,এক সেট প্লে-কার্ড ও একটি ডিভিআর মেশিন উদ্ধার করা হয়েছে।
সোমবার(১৯আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মহির ইসলাম মিলন ও রিফাত এর নেতৃত্বে একদল শিক্ষার্থী উপজেলার ইউনিয়ন পরিষদ কার্যালয়গুলোতে অভিযান চালায়।এসময় হরিণচড়া ইউনিয়ন,পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়ন,সোনারায় ইউনিয়ন,জোড়াবাড়ী ইউনিয়ন ও গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।এর আগে গত রবিরার ডোমার সদর ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা লাগানো হয়েছে।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ জানান,উদ্ধারকৃত মালামাল মহিলা বিষয়ক অধিদপ্তর,পাট অধিদপ্তর,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ত্রাণ ও পূর্ণবাসন উপজেলা কার্যালয় থেকে দেওয়া হয়েছে। এগুলো কেন চেয়ারম্যানের কক্ষে রয়েছে এবং রাখার সুযোগ আছে কিনা,সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।তবে অন্যান্য চেয়ারম্যানদের কার্যালয়ে শিক্ষার্থীদের তালা লাগানোর বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

সর্বশেষ - নীলফামারী