নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন এমএসডিএফ ও ক্লিন রিভার এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পরিচালনা করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন রাস্তাঘাট, বড় বাজার, ট্রাফিক মোড়, কালিবাড়ি, চৌরঙ্গি মোড় ও নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসুচি পরিচালনা করে সংগঠনের ৫০জনের একটি দল।
এতে নেতৃত্ব দেন এমএসডিএফ নীলফামারীর চেয়ারম্যান মারুফ খান, সাধারণ সম্পাদক মিলন ইসলাম এবং ক্লিন রিভার নীলফামারীর ক্যাপ্টেন আব্দুল জব্বার ।
এমএসডিএফ নীলফামারীর চেয়ারম্যান মারুফ খান বলেন, শহরের বিভিন্ন স্থানে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা করে ডাস্টবিনে ফেলে রাখি আমরা। পরে পৌর কতৃপক্ষ সেগুলি নিদৃষ্ট স্থানে নিয়ে গিয়ে ফেলে দেয়। সচেতনতা সৃষ্টির কর্মসুচির অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নেই।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম বলেন, এটি একটি ভাল উদ্যোগ। এছাড়াও, পরিস্কার পরিচ্ছনতা ঈমানের একটি অঙ্গঁ। একদিকে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, অপরদিকে মানুষ রোগ বালাই থেকে মুক্তি পাচ্ছে। হাসপাতাল চত্তরে পরিচ্ছন্নতার কাজটি করায় রোগিসহ স্বজনরা সচেতন হচ্ছে।