![](https://www.nilphamaribarta.com.bd/wp-content/uploads/2024/08/Saidpur-Photo-15-8-24.jpg)
শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে অবস্থিত দলীয় কার্যালয় থেকে ওই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সদ্য দেশ ছেড়ে পলায়ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবীতে দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সভায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ- সভাপতি শফিকুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহ- সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, প্রভাষক শওকত হায়াৎ শাহ, তারিক আজিজ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে খন্ড খন্ড মিছিল অব্যাহত ছিল।