দেশের চলমান পরিস্থিতিতে নীলফামারীর ডোমার শহরে ট্রাফিক পুলিশের দেখা মিলছে না। তাই পৌর শহরের বিভিন্ন মোড়ে যানজটের কারনে সর্বসাধারন ও যান চলাচলে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। যানজট নিরসনে ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহষ্পতিবার(৮ আগস্ট) সকাল থেকেই ডোমার পৌর শহরের ব্যস্ততম বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য শতষ্ফুর্ত ভাবে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা।
সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম জনি জানান,গত বুধবার থেকে আমরা যানজট নিরসনে কাজ করছি। আমার মতো আরো কয়েকজন শিক্ষার্থীরা লাঠি বাঁশি হাতে নিয়ে রাস্তার মোড় গুলোতে যানজট নিরসনে কাজ করছে।
সরেজমিনে দেখা যায় ট্রাফিক পুলিশের মতোই শিক্ষার্থীরা ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।এদিকে রাস্তায় ৫আগস্ট থেকে পুলিশ বাহিনীকে দেখা যায়নি।
শিক্ষার্থী অর্নব আলিফ বলেন, আমরা সকাল থেকেই রেলগেট মোড়ে অবস্থান করি নিজ উদ্যোগে। যাতে যানজট না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আমাদের এই উদ্যোগ।
শিক্ষার্থীরা বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে গোটা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় শহরবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমরা সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত শিক্ষার্থীরা এই কাজ চালিয়ে যাবে।
রিক্সা চালক রশিদ বলেন, দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। যাদের কারণে দেশ স্বাধীন হলো তারা আজ আবার ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেখে খুব ভালো লাগছে।
১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি…