জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ উচ্চাঙ্গ সংগীত ‘ক’ গ্রুপের প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী প্রিয়স্মিতা রায় পিউ। গত ২৭ মে রংপুর জিলা স্কুলে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সে (পিউ) নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা পর্যায়ে উচ্চাঙ্গ সঙ্গীত ‘ক’ গ্রুপের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। গত ২০ মে নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন এবং গত ১৫ মে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রিয়স্মিতা রায় পিউ নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা ক্ষিতীশ চন্দ্র রায় ও রনজিতা রাণী রায়ের মেয়ে সে। ওই দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় সে। তাঁর বাবা ক্ষিতীশ চন্দ্র রায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’য় কর্মরত। বর্তমানে তিনি অডিটর পদে গাইবান্ধায় কর্মরত রয়েছেন। পিউয়ের মা রনজিতা রাণী রায় একজন গৃহিনী। তারা বর্তমানে নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকায় বসবাস করছেন।
প্রিয়স্মিতা রায় পিউ ছোটবেলা থেকেই নিয়মিত পড়াশুনার সঙ্গে সঙ্গে সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহী। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নের সময় থেকে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বে স্বাক্ষর রেখে চলেছে সে। প্রিয়স্মিতা রায় পিউ তার ভবিষ্যত জীবনের সফলতার জন্য সকলের আর্শীবাদ কামনা করেছে।
প্রসঙ্গত, প্রিয়স্মিতা রায় পিউ গত ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে।
পিউয়ের মা রনজিতা রাণী রায় জানান, তাঁর মেয়ে পিউ সৈয়দপুর সার্গাম সংগীত বিদ্যালয়ের ওস্তাদ জান্নাতুল ইসলাম কবিরের নিকট নিয়মিত সংগীত চর্চা করে।
তার এ কৃতিত্বে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. রেয়াজুল আলম রাজু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার, উপাধ্যক্ষ (কলেজ) মো. শফিউল আলম সাজু, উপাধ্যক্ষ (স্কুল) মোছা. সুফিয়া বেগম এবং সংগীত শিক্ষক কমর মোস্তারী পারভেজ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ…