‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে নীলফামারী জেলা শহরটিও রণক্ষেত্রে পরিনত হয়। আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় সংগঠনের কর্মীদের সংঘর্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ‘কমপ্লিট শাটডাউনে যানবাহন চলেনি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়, পিটিআই মোড়, বড় মাঠ, প্রধান সড়ক, হাইস্কুল সড়ক জুড়ে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ, সংবাদকর্মী ও আন্দোলনকারীরা সহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কোটাবিরোধী আন্দোলন করতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে একত্রিত হতে থাকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ অবস্থানে ছিল। এক পর্যায়ে শিক্ষার্থীদের একত্রিত হতে বাধা প্রদান করে সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীরা। এতে করে আন্দোলনকারী ও সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ঘটে। আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিসের ইট পাথর ছুড়তে থাকে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের একটি অংশ জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেট ভাংচুর, ডিসির বাংলোতে ইটপাটকেল ছুঁড়ে মারে ও চৌরঙ্গী মোড় এলাকায় ট্রাফিক বক্স ভাংচুর করে। এদিকে এসব ভাংচুরের কিছুসময় পরেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে তারা শহরের পিটিআই মোড়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীদের উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ একাধিক টিআরসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুর রহিম বলেন, রাবার বুলেটে আহত হয়েছেন ৩ জন। এরমধ্যে একজন গুরুতর আহত হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজে স্থানন্তার করা হয়েছে। পুলিশ সদস্য দুইজন ও তিনজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও ১২জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম বলেন, নীলফামারী জেলায় কিছু ছাত্র কোটা আন্দোলনের জন্য মূলত মিছিল করার চেষ্টা করে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছে। এতে আমাদের ১০জনের অধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে ও সরকারি সম্পত্তি যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য পুলিশ অল্প কিছু টিআর সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শহরে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন র্যাব ও পুলিশের বিশেষ টিম টহল দিচ্ছে।
ছবির ক্যাপশন বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর বিভিন্ন সড়কে দফায় দফায় আইনশৃংখলা বাহিনী শিক্ষার্থী ও আওয়ামীলীগের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…