সৈয়দপুরে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৯ মে) বিকেল তিনটায় লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর সহযোগিতায় ওই বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
 সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং বিশেষ অতিথি  বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ এবং লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার।
এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক সাকির হোসন বাদল।
 লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে অন্যানদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, লায়ন্স স্কুল এন্ড কলেজের সততা সংঘের সদস্য সাবা তাবাচ্ছুম ত্রপা প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।                                          
এর আগে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ বিতর্ক দল অংশ নেয়। এতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিতর্ক দল চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বিতর্ক দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের মো. মেহেরাব সরকার সিয়াম শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।
সৈয়দপুর উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বির্তক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। আর বিচারক প্যানেলে ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, ইছামতি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব মো. আব্দুল মান্নান পাটোয়ারী, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনটি রাউন্ডে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় সৈয়দপুর উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক দল অংশ নেন।  

  • Related Posts

    সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন

    বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ…

    Continue reading
    শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’

    বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি