রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সারা দেশের ৫০ শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে একশ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্য মন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৪, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশের ৫০ শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে একশত শয্যায় উন্নীত করা হবে। কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী অত্যান্ত প্রিয়। সারা পৃথিবীর মানুষ এই কমিউনিটি ক্লিনিককে সম্মান করে। আমি আশা করি এই কমিউনিটি ক্লিনিকে মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন স্বাস্থ্য সেবা গ্রহণ করবে।
গতকাল শনিবার (১৩ জুলাই) সকালে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দীঘল ডাঙ্গি গ্রামে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহন সমস্যার সমাধান হয়েছে। খুব শীঘ্রই অন্যান্য সমস্যা সমাধান করে দ্রুত নীলফামারী মেডিকেল কলেজকে পুর্ণাঙ্গ রূপে চালু করা হবে। সেই সাথে ২৫০ শয্যায় উন্নিত হওয়া নীলফামারী জেনারেল হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসক, জনবল পদায়ন এবং নতুন ভবনের আসবাবপত্রের চাহিদার বিপরীতে বরাদ্দ প্রদান করা হবে।
২০২০ সালে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল দেশের জেলা সদরের হাসপাতাল গুলোতে স্থাপন করা হবে আইসিইউ এবং কার্ডিওলাজি ইউনিট চার বছলেও সেটি বাস্তবায়ন হয়নি এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করা হবে।
জনসাধারণের কাছে অনুরোধ করে মন্ত্রী আরো বলেন, আপনারা কমিউনিটি ক্লিনিকে গিয়ে নিজেদের ব্লাড পেসার ও ডায়াবেটিক চেকআপ করাবেন, গর্ভবতি নারীরা এই কমিউনিটি ক্লিনিকে আসবেন এবং সবসময় এই ক্লিনিকের সাথে যোগাযোগ রাখবেন। এখান থেকে যোগাযোগ থাকলে গর্ভবতি মায়েরা যে কোন স্বাস্থ্য সমস্যায় পড়লেও উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। সুতরাং কোনভাবেই আপনারা গফলতি করবেন না। গর্ভবতি নারীরা কমিউনিটি ক্লিনিকে চেকআপ করে উপজেলা ও জেলা হাসপাতালে যায় তবে নরমাল ডেলিভারী করানো সম্ভব হবে, সিজারিয়ান করা লাগবে না। আমরা সিজারিয়ান সেকশন কমানোর জন্য চেষ্টা করছি। আর কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক গুলোকে আমরা আরো সচল করতে পারি সারাদেশে তাহলে বাংলাদেশের বড় বড় রোগ হচ্ছে ব্লাড পেসার, কিডনী রোগ, ডায়াবেটিকসহ আরো বড় বড় রোগগুলো কমিউনিটি ক্লিনিকে মনিটর করতে পারি তবে এসব রোগ আমার কমাতে পারবো। তাই কমিউনিটি ক্লিনিকে আপনারা আসবেন এবং সবসময় যোগাযোগ রাখবেন।
উদ্বোধন শেষে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সেখানে নিজের ব্লাড পেসার চেক করান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সবশেষে কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপন করেন মন্ত্রী।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েল সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়, রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. এ.বি.এম. আবু হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, পুলিশ সুপার মোকবুল হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত

ডোমারে সাবেক রেলমন্ত্রীর এপিএস ১০০বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক

ডিমলায় কিশোরী নির্যাতন ও জোরপূর্বক ধর্ষণ মামলায় এক যুবক গ্রেফতার

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯১৭

নীলফামারীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মী গ্রেপ্তার

নীলফামারীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মী গ্রেপ্তার

নদীভাঙন রোধে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই  পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

স্কাউটসের সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

‘মঞ্চের শুরুতে আমি ফ্লোর ঝাড় দিতাম’

নীলফামারীতে আইএফআইসি ব্যাংকের ‘আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনা সভা

ডোমারে ৮৯বোতল ফেন্সিডিলসহ কারবারী আটক

জলঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ