জীবনের দ্বিতীয় ইংনিসে পা দিলে বিশ্বকাপ মাতানো রিশাদ,পাত্রী কে? 

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। গত ৬ মাসে পুরোই বদলে গেছে তাঁর ক্যারিয়ারের মানচিত্র। মেগা টুর্নামেন্টটি শেষে যখন টাইগার ক্রিকেটাররা নিজেদের মতো সময় কাটাচ্ছেন, তখনই বড় সুসংবাদ দিয়েছেন ২১ বছর বয়সী তরুন লেগ স্পিনার রিশাদ। ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংসে পা দিয়েছেন তিনি, বসেছেন বিয়ের পিঁড়িতে। তবে তার জীবনের দ্বিতীয় ইংনিসে সঙ্গী হলেন কে? তা জানতে তার করা পোস্টের কমেন্টে অভিনন্দন ও পাত্রীর মুখ দেখার এক ঝড় উঠেছে।
বিশ্বকাপ শেষে দেশে ফিরেই রিশাদ নিজ শহর নীলফামারীতে ছুটে গিয়েছিলেন। সেখানেই অবস্থান করছিলেন গেল কয়েকদিন ধরে। যেখানে তার বন্ধু-বান্ধব ও সামাজিক কিছু কাজে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। এর মাঝেই বৃহস্পতিবার জানালেন নিজের বিয়ের খবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই তরুণ ক্রিকেটার।
ফেসবুক পোস্টে “গট ম্যারিড” উল্লেখ করে রিশাদ লিখেছেন, বেশ রোমাঞ্চের সঙ্গে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি যুগলবন্দি জীবন শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর। তবে ব্যক্তিগতভাবে ইসলামী বিধান পালন করায়, এখনই স্ত্রীর ছবি কিংবা কোনো তথ্য সামনে আনেননি রিশাদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক আয়োজনে বিয়েটা অবশ্য হয়েছিল গত বছরের(২০২৩) ১৩ জুলাইয়ে। গত (বৃহস্পতিবার) ছিল কন্যা-স¤প্দানের দিন।গতকাল শুক্রবার(১২ জুলাই) দুপুরে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজনে হবে রিশাদ-সিদরাতুলের বউ ভাত।
এদিকে বৃহস্পতিবার বিকালে বাদ আছর পরিবারের আত্মীয়-স্বজন ও নিকটতম বন্ধুদের নিয়ে ১১টি মাইক্রো বাস বহরে কনের বাড়িতে উপস্থিত হন রিশাদ। ধীরগতিতে প্রায় চার কিলোমিটারের পথ অতিক্রমে সময় লাগায় প্রায় ৪০ মিনিট। কনের বাড়ির আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরিবারের সদস্য আর বরযাত্রীসহ বউ নিয়ে ফিরেন জেলা সদরের টুপামারী ইউনিয়নের শাহপাড়া গ্রামের নিজ বাড়িতে।  
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রিশাদের স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। তিনি নীলফামারী সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ইলিয়াস প্রামাণিক জুয়েলের কন্যা। কনে রিশাদের মামাতো বোন বলে জানা গেছে।
বিয়ের শেষে সাংবাদিকদের সামনে এসে নবদ¤পতির জন্য দোয়া চেয়েছেন রিশাদের বাবা মো. নূর আলম ও কনের বাবা ইলিয়াস প্রামাণিক জুয়েল।
প্রসঙ্গতঃ- ২০২৩ সালের মার্চে জাতীয় দলে ডাক পান রিশাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে অভিষেক হয়। একই বছর ডিসেম্বরে সুযোগ পান ওয়ানডে দলে নিউজিল্যান্ডের বিপক্ষে। গত ছয় মাসে রিশাদের হাত ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ঘুচিয়েছে একজন লেগ স্পিনার হাহাকার।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা ব্যর্থ হলেও দল পেয়ে দুর্দান্ত এক লেগ স্পিনার। বিশ্বকাপের প্রথম জয়ের অন্যতম নায়ক ছিল রিশাদ হোসেন। সেই সঙ্গে ম্যাচসেরা হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচটাও রাঙিয়ে ছিলেন রিশাদ হোসেন।  বিশ্বকাপের নবম আসরে সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। টাইগার জার্সিতে ২৪টি আন্তজার্তিক টি-টোয়েন্টি খেলে ১৯.৬ গড় এবং ৭.৩৬ ইকোনমিতে ২৯
উইকেট শিকার করেছেন ২১ বর্ষী অলরাউন্ডার। তিনটি ওয়ানডেতে নিয়েছেন এক উইকেট। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি। ব্যাট হাতেও দুর্দান্ত করছেন রিশাদ। নিজের এই সুসময়ে তিনি জীবনের আরেকটি সুখবর দিলেন ভক্তদের।

  • Related Posts

    ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে

    স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…

    Continue reading
    শিক্ষক কর্মচারী ঐক্যজোট নীলফামারী সদর উপজেলা শাখার পরিচিতি সভা

    বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট (স্কুল,কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের নব গঠিত নীলফামারী সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারী) সদর উপজেলা শাখা কমিটির…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি