ডাচ বাংলা ব্যাংক উত্তরা ইপিজেড উপশাখার ফিতা কেটে উদ্ধোধন করা হয়েছে। এসময় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার (১১ জুলাই) দুপুরে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নে অবস্থিত উত্তরা ইপিজেড এলাকায় সৈয়দপুর উপশাখার অধিনে ওই শাখার উদ্ধোধন করা হয়।
উদ্ধোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) শরিফুল ইসলাম।
এসময় অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উত্তরা ইপিজেড সৈয়দপুর উপশাখার ইনচার্জ মো. শাহীনুর ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ইপিজেড মসজিদের খতিব মাওলানা কেরামত আলী। দোয়ার মাধ্যমে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম সাহাবুদ্দিন আহমেদ এবং তার পরিবার বর্গের সুস্বাস্থ্য, র্দীর্ঘায়ু ও ব্যাংকের উন্নতি কামনা করা হয়।
প্রধান অতিথি শরিফুল ইসলাম উদ্ধোধনী অনুষ্ঠানে বলেন, ডাচ বাংলা ব্যাংকে গ্রাহকসেবা সব সময় উর্দ্ধোমুখি থাকে, কোন সময় নিন্মমুখি হয় না। তারা সফলতার সাথে এই ধারাবাহিকতা রক্ষা করে চলছে। উত্তরা ইপিজেডে বর্তমানে ৩০ হাজার শ্রমিক ছাড়াও কর্মকর্তা কর্মচারী রয়েছে। আগামীতে এখানে ৫০ হাজার শ্রমিক নিয়োগ হবে। অবশ্যই এই ব্যাংকে লেনদেন গতিশীল হবে। আমি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ সকলের উন্নতি ও সফলতা কামনা করছি।
এসময় গ্রাহক ছাড়াও ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও সুশিল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…