নীলফামারীর জলঢাকা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতিদের নিয়ে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনিটিটিউশন (PBGSI) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মর্তুজা ইসলাম ও ফিরোজ হোসেন। কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানর সভাপতি ও প্রধানগণের সমন্বয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে ধারনা দেওয়া হয়। এছাড়াও প্রতিষ্ঠানে যৌন প্রতিরোধ কমিটি গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ, ভোটের মাধ্যমে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন ও পরিষ্কার-পরিচ্ছন্ন ওয়াশ ব্লক ব্যবহার সহ প্রাতিষ্ঠানিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়। PBGSI স্কিম সেকেন্ডারি এডুকেশন প্রোগ্রামের বাস্তবায়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কর্মশালায় ১শত জন অংশগ্রহণ করে।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…