বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নীলফামারীতে এনটিভির জন্মদিন পালন 

প্রতিবেদক
বার্তা প্রতিবেদক
জুলাই ৩, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ

বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নীলফামারীতে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি এর ২২ বছর পদার্পন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে জেলার ডোমার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়েছে। নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আলোচনার শুরুতে এনটিভি নীলফামারী জেলা প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, ভাইস চেয়ারম্যান দিলিপ কুমার মুখোপাধ্যায়, নারী ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা,  বীরমুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বন্ধন জেনেটিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর কেক কাটা হয়। শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। 

আগত অতিথিবৃন্দ এনটিভি'র সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের ভুয়সী প্রসংশা করে শুভকামনা জানায়।

সর্বশেষ - নীলফামারী