দিনাজপুরের ফুলবাড়ীতে সাড়ে সাত হাজার দেশি শিং মাছের পোনাসহ পাঁচ বস্তা মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত ৪০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ রবিবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে রাজস্ব খাতের আওতায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোহিদুল ইসলাম নামের এক মৎস্য চাষিকে মৎস্য প্রদর্শনীর অংশ হিসেবে সাড়ে সাত হাজার দেশি শিং মাছের পোনা এবং পাঁচ বস্তা মাছের খাদ্য তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে শিং মাছের পোনা ও খাদ্য বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর (পুরাতন বন্দর) এলাকায় অভিযান চালিয়ে ছোট যমুনা নদী থেকে প্রায় ৪০০ মিটার অবৈধ চায়না দুয়ারী চাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…