দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখকের কারসাজিতে জমি হারিয়ে সংবাদ সম্মেলন করেছেন কৃষক পিতা-পুত্র। গত ২৬ জুন খানসামা প্রেসক্লাবে দলিল লেখক আমির হোসেন (সাগর)’র বিরুদ্ধে
সংবাদ সম্মেলন করেন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মন্ডলপাড়ার কৃষক মো. রমজান আলী ও তার ছেলে মো. ইসমাঈল হোসেন।
সংবাদ সম্মেলনে মো. ইসমাঈল হোসেন বলেন, আমার পিতা একজন কৃষক। তিনি ইতিপূর্বে আব্দুল করিমের নিকট ৫ শতাংশ জমি হস্তান্তর করেন। বর্ণিত জমির আরএস খতিয়ানে ভুলক্রমে আমাদের দুই ভাইয়ের নামে সুসম্পন্ন হয়েছে। আব্দুল করিম নিজ নামে নামজারি করতে সমস্যা হচ্ছে মর্মে পূর্বে আমার দেয়া দলিলে আমাদের দুই ভাইয়ের আব্দুল করিমের নামে না দাবি দলিল করে দেবে। এ জন্য না দাবির দলিল করার জন্য আমরা সাব-রেজিস্টার কার্যালয়ে গিয়ে না দাবি দলিল করবো। কিন্তু দলিল লেখক আমির হোসেন (সাগর) আমাদের দুই ভাইয়ের দলিল থেকে না দাবি দলিল করার পরিবর্তে পুনরায় আরো ৫ শতাংশ জমি সাব-কবলা দলিল করে নেন। এতে আমাদের অতিরিক্ত ৫ শতাংশ জমির মালিকানা হস্তান্তর হয়ে যায়। অপরদিকে, এই না দাবি দলিল করে নেয়ার জন্য খানসামা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আমির হোসেন (সাগর) আমাদের নিকট থেকে ৩৫ হাজার টাকা গ্রহণ করেন। এতে করে ৫ শতাংশ জমির দাম সাড়ে ৫ লাখ টাকা ক্ষতির সম্মুখিন হই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্টার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে অভিযোগ দায়ের করেছি। আমরা ওই জমি ফেরতসহ দলিল লেখক আমির হোসেনের (সাগর) দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।