বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাপ ও মশাসহ বিষাক্ত পোকা-মাকড়ের উপদ্রব রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫শে জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলকে আন্তরিক হতে হবে। শুধু আনুষ্ঠানিকতার মধ্যে না রেখে পুরো ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখার জন্য ধারাবাহিকভাবে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে। ক্যাম্পাসে মশাসহ ক্ষতিকর পোকা-মাকড়ের বিস্তার রোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তিনি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনাসভায় বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মণ্ডল আসাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক এ.টি.জি.এম. গোলাম ফিরোজ ও উপ-পরিচালক (বাজেট) খন্দকার আশরাফুল আলম, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনাসভার পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ক্যাম্পাসে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।