নীলফামারীর সৈয়দপুরে পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা সমর্থন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আবু মো. আলেমুল বাসার।
কর্মশালায় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মাহফুজা হক পুষ্টির বিভিন্ন দিক ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন ।
এছাড়াও কর্মশালায় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) এর তথ্য ও পরিকল্পনা অফিসার শারমিন কাওসার উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় প্রমুখ।
কর্মশালা সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…