কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) রংপুর জেলা কার্যালয় বিনামূল্যে লবণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। যেসব বেসরকারি মাদ্রাসা ও এতিমখানা কুরবানির পশুর চামড়া সংরক্ষণ করবে, সেসব মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ করা হচ্ছে। বিসিক রংপুর জেলা কার্যালয় এ পর্যন্ত ১ হাজার ২০০ কেজি লবণ বিতরণ করেছে। এ ছাড়া বিসিক কার্যালয় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বার্তাবহুল লিফলেট বিতরণ করছে।
উল্লেখ্য, রংপুরে কুরবানির পশুর চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের কোনো ঘাটতি নেই। রংপুর জেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজন ২ হাজার ১৩৫ মেট্রিক টন লবণ। রংপুর জেলায় মজুতকৃত লবণের পরিমাণ ২ হাজার ২৯৯ মেট্রিক টন।