রংপুরে ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৩ই জুন) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। রংপুর জেলাপ্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক হাবিবুল হাসান রুমি।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, বাংলাদেশের অধিকাংশ পরিবারেই ভূমি সংক্রান্ত জটিলতা রয়েছে। এজন্য ভূমি-সংক্রান্ত মামলার সংখ্যাও বেশি। সরকার ভূমিব্যবস্থাকে স্মার্ট ভূমিসেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু করেছে। স্মার্ট ভূমিসেবা প্রদান করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত জ্ঞান থাকা প্রয়োজন। এজন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে স্মার্ট ভূমিসেবা প্রদানের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।