চলতি অর্থবছরে সমাজসেবা অধিদফতর দিনাজপুর জেলার ৩২৬টি এতিমখানায় এ পর্যন্ত ১৩ কোটি ৮২ লাখ ১৬ হাজার টাকার আর্থিক সহায়তা (ক্যাপিটেশন গ্র্যান্ট) প্রদান করেছে। এসব এতিমখানার মোট ১১ হাজার ৫১৮ জন নিবাসীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত যেসব বেসরকারি এতিমখানায় ৬-১৮ বছর বয়সের ন্যূনতম ১০ জন এতিম রয়েছে, সেসব এতিমখানার সর্বোচ্চ ৫০ শতাংশ এতিমকে মাসিক ২ হাজার টাকা করে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে সারা দেশের ৪ হাজার ১৪৩টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৬৬৬ জন নিবাসীকে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান করা হয়েছে।
রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
তথ্যই শক্তি জানব জানাবো, দুর্নীতি রুখবো স্লোগানে রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই…