আগামী ১১ই জুন আশ্রয়ণ প্রকল্পের আওতায় রংপুর জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর, গংগাচড়া, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ ও রংপুর সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ হাজার ৪৯টি গৃহ হস্তান্তর করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। রবিবার (৯ই জুন) রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় রংপুর জেলার ০৮টি উপজেলায় মোট ৫ হাজার ৩০৩টি গৃহ ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
তথ্যই শক্তি জানব জানাবো, দুর্নীতি রুখবো স্লোগানে রংপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই…