‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহ, ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ই জুন) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় বিভাগীয় কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই ভূমিসেবা সপ্তাহের মাধ্যমে মানুষ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবেন। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার ফলে সাধারণ নাগরিকগণ ভূমি অফিসে না এসেও অনলাইনে ভূমি-সংক্রান্ত সেবা নিতে পারছেন। এ ছাড়া হটলাইন নম্বরে (১৬১২২) কল করেও ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ রয়েছে। ভূমি-সংক্রান্ত মামলার বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, দেশের অধিকাংশ মামলাই ভূমি-সংক্রান্ত। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার ফলে ভূমি-সংক্রান্ত মামলার সংখ্যা দিনদিন কমছে। তিনি সরকারের স্মার্ট সেবা সম্পর্কে বেশি বেশি প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, উপ-ভূমি সংস্কার কমিশনার আবু জাফর রাশেদ, রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আজমল হোসেন প্রমুখ।