নীলফামারীর সৈয়দপুরে সাত দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৮ (জুন) শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ভূমি অফিসের সামনে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক। তিনি নানান রঙ্গের বেলুন ও ফেসটুন আকাশে অবমুক্ত করে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, ভাইস চেয়ারম্যান, মহাসিন মন্ডল মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ৮ থেকে ১৪ জুন সাত দিনব্যাপি এ সেবা চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।