নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুফিয়া বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী আব্দুল হাই (৪৮) গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
নিহত সুফিয়া বেগম সদরের কচুকাটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের আব্দুল হাই এর স্ত্রী ও দুহুলী দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের ইংরাজী বিষয়ক শিক্ষক।
বুহষ্পতিবার (৬ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই বসুনিয়া পাড়া ময়দানের পাড় নামক স্থানে একটি পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় সে।
পুলিশ ও প্রদ্যক্ষদশীরা জানায়, স্কুল ছুটি শেষে বিকালে স্বামী স্ত্রী একটি মোটর সাইকেলে করে নিজ বাড়ী ওই ইউনিয়নের বাদিয়ার মোড়ে আসার সময় ওই স্থানে ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আব্দুল হাইকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পাথরবোঝাই ট্রাকটি জেলার জলঢাকা থেকে নীলফামারী আমার পথে ওই স্থানে তাদের মোটরসাইলটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে সুফিয়া বেগম ঘটনাস্থলে নিহত হয় ও আব্দুল হাই আহত হয়। স্থানীয়রা ট্রাকটি (ট্রাক নং-১৫৫৭৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক ও ট্রাকচালক মো. রাসেল (৩৪) থানায় আটক রয়েছে।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…