রংপুরে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান-বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ই জুন) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী ৮টি দল অংশগ্রহণ করে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে রংপুর বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এ সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বিজ্ঞান-বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিজ্ঞান-বিষয়ক চিন্তাকে আরও শানিত করবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু সনদ পাওয়ার আশায় নয়, নিজেদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং আহরিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান-চিন্তার পরিসীমা আরও বৃদ্ধি করা আহ্বান জানান।
রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, বিভাগীয় ভূমি সংস্কার কমিশনার আবু জাফর রাশেদ প্রমুখ।