নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ জুন) বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী এবং ৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকে অংশগ্রহণ করেন। এর আয়োজন করেন উপজেলা প্রশাসন সৈয়দপুর । র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার, স্যানিটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন ও পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার।
সৈয়দপুরে শহিদ জিয়ার জন্মদিন পালন
নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ দল সমূহ শহিদ প্রেডিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন করেছে। এ দিবস উপলক্ষে, ১৯ (জানুয়ারি) রবিবার সকালে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও…