সর্বজনীন পেনশন স্কিমে রংপুর জেলার আট উপজেলায় এ পর্যন্ত ৫ হাজার ৬৭৩টি নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে বদরগঞ্জে ১ হাজার ৮৬টি, কাউনিয়ায় ৬০৮টি, গংগাচড়ায় ৫৫০টি, তারাগঞ্জে ৮২৯টি, পীরগঞ্জে ৭৪২টি, পীরগাছায় ৭১৯টি, মিঠাপুকুরে ৫১৭টি এবং রংপুর সদরে ৬২২টি নিবন্ধন সম্পন্ন হয়েছে। রংপুর জেলাপ্রশাসন-সূত্রে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, দেশের বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়। এই আইনের আওতায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। ২০২৩ সালের ১৭ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশের ১৮ থেকে ৫০ বছর বয়সি সকল নাগরিক এবং বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সের নাগরিকগণও চাঁদা প্রদানের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন।