গত ১৯ বছরে গাইবান্ধা জেলা থেকে ৫৮ হাজার ৯০০ জন কর্মী কাজের জন্য বিদেশ গেছেন। এর মধ্যে ৫২ হাজার ৯০৪ জন পুরুষ এবং ৫ হাজার ৯৯৬ জন মহিলা। গত কয়েক বছরে বিদেশগামী কর্মীর সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সরকার অভিবাসী কর্মীদের সার্বিক কল্যাণে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। এ পর্যন্ত গাইবান্ধা জেলার অভিবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বাবদ ১৮ লাখ ৭৪ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। ২০২১ সাল হতে অভিবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাঝে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়া বিদেশে মারা যাওয়া কর্মীর ওয়ারিশদের মধ্যে মৃত্যুজনিত ক্ষতিপূরণ, বকেয়া বেতন, ইন্স্যুরেন্স ও আর্থিক অনুদান বাবদ এ পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ৯০৮ টাকার চেক বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস-সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।