উপস্থাপনার প্রিয়মুখ মনামী মেহনাজ এখন প্রভাষক, চ্যানেল আইতে প্রচারিত সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান স্বর্ণকিশোরী এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় দেশসেরা খেতাব পাওয়ার পর সেই অনুষ্ঠান নিজেই উপস্থাপনা শুরু করেন মনামী মেহনাজ। তখন থেকেই উপস্থাপনার জন্য সারাদেশ চষে বেড়িয়েছেন। এর পরের গল্প শুধুই এগিয়ে যাওয়ার। পেছনে ফিরে আর তাকাতে হয়নি। পাশাপাশি শেষ করেছেন পড়াশোনা।
চ্যানেল আইয়ের জনপ্রিয় সেলেব্রিটি টকশো তারকা কথনের উপস্থাপনা করেছেন টানা ৪ বছর। এছাড়া সকালের লাইভ ‘গান দিয়ে শুরু’র উপস্থাপনার একদিনের ঘটনা তো তিনি মনে রাখবেন আজীবন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়েছিলেন, অতিথি ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এ অনুষ্ঠানটিও ৪ বছর টানা লাইভ উপস্থাপনা করেছেন তিনি। টেলিভিশনের বাইরে বিভিন্ন ইভেন্ট উপস্থাপনায় দেখিয়েছেন নিজের দক্ষতা।
মনামী মেহনাজ ২৫ মে যোগ দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের জয়েনিং লেটারটা হাতে পাওয়ার পর আমার ভেতরে মিশ্র অনুভূতি বয়ে গেল। আব্বু-আম্মু আনন্দিত, তাদের ছোট্ট মেয়েটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি! বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ, তাদের শিক্ষকের জায়গাটা দায়িত্ববোধে পরিপূর্ণ। আমি চেষ্টা করব, নিজের দায়িত্ব শতভাগ পালন করতে। বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার আমাকে আপন করে নিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা অপরিসীম।’