রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে নগরবাসীর সহায়তা প্রয়োজন। রংপুরকে উন্নত ও বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সোমবার (২৭শে মে) রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে হোল্ডিং ট্যাক্স-বিষয়ক রচনা প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান এসব কথা বলেন।
সিটি মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশন পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের সার্বিক জীবনযাত্রার মান বৃদ্ধিসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, রাস্তাঘাট ও সেতুর মতো নাগরিক পরিষেবাসমূহ সুন্দর জীবন যাপনের জন্য অত্যাবশ্যক। রাষ্ট্র ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে এ সেবা প্রদানের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। নাগরিকগণের প্রদানকৃত কর, ফি ও টোলের অর্থ দ্বারা স্থানীয় সরকারের এই ব্যয় নির্বাহ করা হয়। রংপুর নগরীর উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি নগরবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানান।
রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা প্রমুখ। অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।