ন্যায়বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রের প্রতিটি মানুষ যাতে ন্যায়বিচার পায় সংবিধান সেটা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৩শে মে) সকালে রংপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নব-নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আরও বলেন, বিচারপ্রার্থী মানুষ আদালতে আসলে তাঁদের সুনির্দিষ্ট কোনো বসার জায়গা ছিল না। তাই তাঁরা অস্বস্তিতে ভুগতেন। অনেক সময় বিচারপ্রার্থীগণ বিভিন্ন জায়গায় ঘুরা-ঘুরি করায় সঠিক সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিচার কার্যক্রমের ব্যাঘাত ঘটতো। এই সমস্যা দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভবন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে রংপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নির্মিত হয়েছে। ন্যায়কুঞ্জ বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘবে এবং নির্বিঘ্নে বিচারকার্য পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিচারপতি সাইফুর রহমান, জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রংপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নব-নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভবনের উদ্বোধন করেন।
উল্লেখ্য, প্রত্যেক জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ প্রকল্পের আওতায় ৫৩ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে রংপুরের ন্যায়কুঞ্জ বিশ্রামাগার নির্মাণ করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত বিভাগ এটি নির্মাণ করে।