নীলফামারীর সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামূল হককে রাস্ট্রীয় মর্যাদায় দান করা হয়েছে। তিনি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি ক্যানসার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, তিন ছেলে, মেয়েসহ অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার (২৫ মে) বাদ জোহর মরহুমকে তার নিজবাড়ী কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নেজামের চৌপতী নামক স্থানে বড়বাড়ী গ্রামে নিয়ে আসা হয়। সেখানে তাকে গার্ড অব অর্নার শেষে অনুষ্ঠিত হয় নামাজে জানাযা। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে
স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…