আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলায় তিন পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চিরিরবন্দর উপজেলায়
চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং খানসামায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। গত ২ মে বৃহস্পতিবার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চিরিরবন্দরে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, সাঁইতাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোকাররম হোসেন শাহ্।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন-উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি
সুমন চন্দ্র দাস, সাংবাদিক মো. জামালউদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. লায়লা বানু, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর মেয়ে ওয়াজিদা খাতুন বেবি
এবং পুর্নিমা মহান্ত।
খানসামায় চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন-উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন-বর্তমান ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ্ লুহিন শাহ্, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস, যুবনেতা প্রভাষক মো. হাজ্জাজ আল হাদী বড় বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম ও উপজেলা বিএনপির সদস্য মসউদ হোসেন চৌধুরী।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মনজিল আফরোজ পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, সাংবাদিক সারমিন রহমান ও গুলসান জান্নাত সানু।
চিরিরবন্দর উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম ও খানসামা উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।