দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লীশ্রী সংস্থার প্রসপেক্ট প্রকল্পের উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৩ মে) আন্তর্জাতিক মানবাধিকার সপ্তাহ উপলক্ষে উচ্চ বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় উপজেলার মিরপুর উচ্চ বিদ্যালয়, মেলাবাড়ী উচ্চ বিদ্যালয় ও রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পৃথক পৃথকভাবে কবিতা আবৃতি, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা, পরিবর্তনের গল্প এবং বইপড়া বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় মিরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আমির হোসেন ও নিলুফা আক্তার।
এদিকে ফিল্ড ফ্যাসিলিটেটর রওশন আরার সঞ্চালনায় রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাধেশ প্রসাদ সাহা। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মমিনুল ইসলাম ও আব্দুল কুদ্দুস এবং ফিল্ড ফ্যাসিলিটেটর রানী বেগমের সঞ্চালনায় মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় প্রত্যেক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পর্যন্ত ৬৫ জন শিক্ষার্থী করে তিন বিদ্যালয়ের মোট ১৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিদ্বয়।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…